শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

ঋণনির্ভর বাজেট সমস্যা বাড়াবে

নিজস্ব প্রতিবেদক

ঋণনির্ভর বাজেট সমস্যা বাড়াবে

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাদ দিলে সামগ্রিক ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে ঋণ নিচ্ছি। বৈদেশিক ঋণ নিচ্ছি, দেশের ব্যাংক থেকে ঋণ নিচ্ছি। ঋণ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে। এটা সামগ্রিক অর্থনৈতিক সংকট বাড়াবে। ঘাটতি পূরণে পরোক্ষ কর বাড়ালে সাধারণ মানুষ বিপদে পড়বে। ব্যাংক থেকে ঋণ নিলে তারল্য সংকট দেখা দেবে। বিনিয়োগ কমবে। চাকরি-বাকরি কর্মসংস্থান কমে যাবে। এজন্য বাজেটে উন্নয়ন বরাদ্দ কমানো দরকার ছিল। গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। জি এম কাদের বলেন, এ বছরের অর্থনৈতিক পরিস্থিতি অনেক বেশি সংকটময়। সারা বিশ্বে কমবেশি অর্থনৈতিক মন্দা, যা থেকে প্রায় দেশই উত্তরণের পথে। কিন্তু আমাদের ক্রমাবনতি চলমান। উত্তরণ তো দূরের কথা অধঃপতন ঠেকানোই বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। সে প্রেক্ষিতে, আমাদের দেশের চরম অর্থনৈতিক দুর্দশা আমলে নিয়ে সে অনুযায়ী কোনো দিক-নির্দেশনা বা উদ্যোগ এ বাজেটে নেই। রাজস্ব আহরণে যে কর প্রস্তাব করা হয়েছে তাতে করে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের পরিবর্তে অনেক ক্ষেত্রেই সমস্যা বাড়বে।

সর্বশেষ খবর