সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। পেসমেকার স্থাপনের পর থেকে হৃদযন্ত্রের কার্যক্রম ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। তারপরও নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার কারণে কখন আবার তাঁর শরীরের কোন অংশে জটিলতা দেখা দেয়- সে আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউ সুবিধা সংবলিত কেবিনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল বাংলাদেশ  প্রতিদিনকে এ তথ্য জানান। অধ্যাপক জাহিদ বলেন, ‘ম্যাডাম হাসপাতালে মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তারপরও কখন কী হয়ে যায়, সার্বক্ষণিক আশঙ্কায় থাকতে হয়। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পরবর্তী করণীয় কী হবে।’ গত ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুন তার হৃৎপিন্ডে ‘পেসমেকার’ বসানো হয়। তাঁর হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে তিনটি ব্লক থাকায় আগে একটা রিং পরানো হয়েছিল।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর থেকে দফায় দফায় এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর