সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতির মামলায় রাষ্ট্রপক্ষ সবকিছুই করবে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় রাষ্ট্রপক্ষ সবকিছুই করবে

দুর্নীতি-সংক্রান্ত মামলাগুলোতে সরকার বা রাষ্ট্রপক্ষ থেকে সব কিছুই করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে তা চলবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। দুর্নীতির যে মামলাগুলো হাই কোর্টে আসে সেগুলোতে দুদক ও রাষ্ট্র যথাক্রমে পক্ষ থাকে। দুদকের প্রয়োজন হলে আমরা তাদের সহযোগিতা করি। আর দুর্নীতি-সংক্রান্ত মামলাগুলোতে সরকার বা রাষ্ট্রপক্ষ থেকে সব কিছুই করা হবে।  দুর্নীতি মামলা নিষ্পত্তিতে ধীরগতি দেখা যায়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতির মামলা ধীর গতিতে পরিচালিত হচ্ছে না। আমরা পুরনো মামলাগুলোকে অগ্রাধিকার দিচ্ছি। দুর্নীতির মামলায় কাগজপত্রের প্রমাণ দরকার হয়। এ ছাড়া অনুসন্ধানের বিষয় থাকে তাই হয়ত একটুু সময় লাগে।

সর্বশেষ খবর