সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মিয়ানমারের অস্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের অস্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য

নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক কিছু ব্যাংকের সহযোগিতা পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ দূত। গত মার্চ পর্যন্ত এক বছরে দেশটির সামরিক জান্তা ২৫ কোটি ৩০ লাখ ডলারের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কিনেছে বলে জানিয়েছেন মিয়ানমারের মানবাধিকারসংক্রান্ত বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। তবে মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক জাতিসংঘের এই প্রতিবেদন নাকচ করেছে। সূত্র : রয়টার্স।  মিয়ানমারের মানবাধিকারসংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ জানিয়েছেন, দেশটি অস্ত্র, একাধিক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য প্রযুক্তি ও অন্যান্য সরঞ্জাম গত মার্চ পর্যন্ত ১২ মাসে আমদানি করছে, যার মূল্য ২৫ কোটি ৩০ লাখ ডলার। তিনি বলেন, যদিও মিয়ানমারের সামরিক সরকার যাতে সামরিক সরঞ্জাম কিনতে না পারে, আন্তর্জাতিক পর্যায়ে এমন চেষ্টা ছিল। জাতিসংঘের ওই রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে মিয়ানমার আন্তর্জাতিক কিছু ব্যাংকের সহায়তা পেয়েছে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের কিছু ব্যাংক।

অন্যদিকে, সরকারবিরোধী বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য মিয়ানমার এখনো অর্থ ও প্রয়োজনীয় অস্ত্র পাচ্ছে, এই অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটি বলেছে, তাদের তদারকির আওতায় যেসব আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, তারা নির্দিষ্ট নিয়মনীতি মেনে চলে। কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতি প্রকাশিত হয়েছে সামরিক সরকারের একটি সংবাদপত্রে। তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক জাতিসংঘের বিশেষ দূতের প্রতিবেদনের বিষয়ে কঠোর আপত্তি জানাচ্ছে। এতে আরও বলা হয়, জাতিসংঘের এই প্রতিবেদন মিয়ানমারের বেসামরিক মানুষের স্বার্থ, মিয়ানমার ও অন্যান্য দেশের মধ্যকার সম্পর্কের দারুণ ক্ষতি করেছে।

সর্বশেষ খবর