সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি-না

প্রশ্ন সুমনের

নিজস্ব প্রতিবেদক ও হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন জানান, সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার বিষয়টি গুরুত্ব দিয়ে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। শিগগিরই পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় গত শনিবার রাতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ব্যারিস্টার সুমন। এদিকে গতকাল সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার সুমন প্রশ্ন করেন- রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কি-না? নিজের হত্যার হুমকির বিষয়ে তিনি বলেন, আমি থানায় জিডি করার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। কারণ, বিষয়টি পুলিশই আমার আগে জেনেছে। শেরেবাংলা নগর থানায় করা জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন- গত ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় তাকে হোয়াটস অ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাত শক্তিশালী মহল তিন দিন আগে চার-পাঁচজনের একটি টিম গঠন করে মাঠে নামিয়েছে। আপনি রাতে বাইরে বের হবেন না। সাবধানে থাকবেন। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার সুমন আরও বলেন- জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি। এখন দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মৃত্যুর ভয় করি না। আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। তিনি বলেন, আমি মেম্বার অব পার্লামেন্ট (এমপি)। আমাকে কেন জিডি করতে হলো? যেহেতু পুলিশই বিষয়টি আমার আগে জেনেছে। তাহলে কেন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে পদক্ষেপ নিল না? তদন্ত করল না? ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার নিরাপত্তা তো এখন নিজেকেই দিতে হচ্ছে। বর্তমান পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ভালোভাবে বিষয়টি দেখছেন- বলেছেন।

সিলেটে মানববন্ধন : নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, ব্যারিস্টার সুমনকে হত্যা পরিকল্পনার প্রতিবাদে গতকাল বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘সিলেটের সর্বস্তরের জনগণ’ ও ‘হবিগঞ্জ কমিউনিটি, সিলেট’-এর ব্যানারে মানববন্ধনটির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার সুমন তার মানবিক কর্মকাে র মাধ্যমে সিলেটে মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। নিজের মেধা, দক্ষতা, সততা ও জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। একই সঙ্গে তিনি দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার কণ্ঠ সোচ্চার রেখেছেন। এতে দুর্নীতিবাজ প্রভাবশালীরা তার পেছন লেগেছে। হত্যার মাধ্যমে তার কণ্ঠ চিরতরে স্তব্ধ করার মিশনে নেমেছে। তাই ব্যারিস্টার সুমনকে খুন করতে ‘কিলার গ্রুপ’ মাঠে নামানো হয়েছে। অবিলম্বে এই গ্রুপের সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার এবং ব্যারিস্টার সুমনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।

সর্বশেষ খবর