মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সরকার দেশকে পরনির্ভর করতে চায়

নিজস্ব প্রতিবেদক

সরকার দেশকে পরনির্ভর করতে চায়

সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবৈধ সরকার আজ চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানাতে চায়। এই সরকারে যারা আছে, তারা কেউ সত্য কথা বলে না। সব সময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠের আয়োজন করে। এ সময় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ভারতের সঙ্গে সরকারের সমঝোতা চুক্তির সমালোচনা করে বলেন, সমঝোতাগুলোর অর্থই হচ্ছে, অতি অল্প সময়ে আমাদের পরনির্ভরশীল করবে ভারতের কাছে, যেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে, রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না। আকাশ ও নৌপথে পার্টনারশিপ (অংশীদারি) দেওয়া হয়েছে। এটাতে কোনো আপত্তি নেই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কী পেল? আমরা তো কিছুই পাইনি। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিস্যা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। মির্জা ফখরুল বলেন, আমরা জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, গ্রেফতার করেছে, কারাগারে নিক্ষেপ করেছে। বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন ফ্যাসিবাদের শাসন প্রতিষ্ঠা হয়েছে। একদলীয় একটা শাসনব্যবস্থা চেপে বসেছে জনগণের ওপর। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষ এখন আর ন্যায়বিচার পায় না।

তিনি বলেন, দেশের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে। সত্যিকার অর্থে দেশে আইনের শাসন ও সুশাসন নেই। সব মিলিয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি বলেন, আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠার শপথ করেছে। সেজন্য দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর