মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভুয়া ঋণ, তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

৩২টি ভুয়া ঋণের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় খুলনা কৃষি ব্যাংকের দুই ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন। খুলনা সিনিয়র বিশেষ জেলা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান ও অ্যাডভোকেট সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন। মামলার আসামিরা হচ্ছেন-বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কে এম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী। অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা হিসেবে তিনজনকেই অভিযুক্ত করে তিনি আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

সর্বশেষ খবর