বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বিএনপির সমাবেশ, হামলা গুলি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে জেলায় জেলায় কর্মসূচি

প্রতিদিন ডেস্ক

বিএনপির সমাবেশ, হামলা গুলি

পটুয়াখালীতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান আওয়ামী লীগ কর্মীদের -বাংলাদেশ প্রতিদিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জেলায় জেলায় সমাবেশের কর্মসূচিতে বিভিন্ন স্থানে হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে নাটোরে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণে সাতজন ও পটুয়াখালীতে ১০ জন আহত হয়েছেন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নাটোর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল নাটোরে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং গুলির শব্দ শোনা যায়। এতে জেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা মো. শহিদুল ইসলাম বাচ্চু, সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাতজন আহত হয়েছেন। গুরুতর আহত শহিদুল ইসলাম বাচ্চুসহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরও আছেন জেলা শ্রমিক দলের দফতর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন চপল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিটলু। নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ দাবি করেন, বুধবার সকাল সাড়ে ৯টায় নাটোর বিএনপির সমাবেশে আগত নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা। হামলার ঘটনার সময় পুলিশ নির্লিপ্ত থাকারও অভিযোগ করেন তিনি।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপির কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুসহ তিনজনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে শুনেছি। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে কারা হামলা চালিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে।

জানা যায়, শহিদুল ইসলাম বাচ্চুকে শহরের ফৌজদারিপাড়ার নিজ বাসা থেকে বিএনপি অফিসে আসার সময় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাস্তার কাদামাটিতে পড়ে থাকা অবস্থা থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর সকাল ১০টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য শুরু করলে পুনরায় সমাবেশে হামলা করা হয়। এ সময় বুলবুলসহ আরও কয়েকজন আহত হন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন অভিযোগ করে বলেন, সমাবেশে যুবলীগ কর্মী রাসেদুল ইসলাম কোয়েলের নেতৃত্বে প্রায় ৩০ জন যুবলীগ কর্মী এ হামলা চালায়। তারা বিএনপি অফিসের সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপসহ গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, বিরোধী দলের সমাবেশে যারা হামলা করেছেন তারা যুবলীগের কেউ নন। জেলা যুবলীগের আহ্বায়ক বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া বলেন, কে বা কারা এই হামলা চালিয়েছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পটুয়াখালী : পটুয়াখালীতে জেলা বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশস্থলে যোগ দিতে যাওয়ার সময় মিছিলের ওপর পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তদের হামলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে শহরের স্বনির্ভর সড়কে পটুয়াখালী প্রেস ক্লাব ভবনের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল মিয়াকে রক্তাক্ত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। বিএনপি নেতারা দাবি করেন, সমাবেশের অদূরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে  হামলা চালায়। তবে আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হামলার বিষয়টি অ¯¦ীকার করে বলেন, আমাদের দলের কোনো নেতা-কর্মী হামলা করেনি, ওটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ মাত্র। পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম জানায়, যারা হামলা চালিয়েছে তা আমরা এখন পর্যন্ত চিহ্নিত করতে পারিনি। পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সমাবেশ শান্তিপর্ণ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন।

বাগেরহাট : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব নির্ধারিত সমাবেশের কর্মসূচি পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। গতকাল দুপুরে বাগেরহাট শহরের হরিণখানায় জেলা বিএনপি আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিমের বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কেন্দ্রীয় বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। তিনি জানান, সকাল থেকে পুলিশ পরিকল্পিতভাবে জেলা বিএনপি কার্যালয় ঘিরে রাখে। একই সঙ্গে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মীদের গতিরোধ আমাদের পূর্ব নির্ধারিত সমাবেশ পন্ড করে দেয়।

বগুড়া : বিএনপি চেযারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বগুড়া শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। জেলা বিএনপির সভাপতি ও মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান হারেজ প্রমুখ।

ফেনী : বিকালে শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এতে আরও বক্তব্য রাখেন দলটির যুগ্ম মহাসচিব ও জেলার আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদসহ জেলার নেতারা।

লালমনিরহাট : গতকাল দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে সমাবেশ করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু। জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এতে জেলা বিএনপি নেতারা বক্তব্য রাখেন।

শেরপুর : সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আহাম্মেদ। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিএপির সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটির  সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. ওয়ারেছ মামুন।

টাঙ্গাইল : জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সামাদ আজাদ।

নরসিংদী : জেলার চিনিশপুরে বিএনপির অস্থায়ী কার্যালয় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, মনজুর এলাহীসহ জেলার নেতারা। খায়রুল কবির খোকন আগামীতে খালেদা জিয়ার মুক্তির জন্য এক দফা আন্দোলনে শামিল হওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।

ঠাকুরগাঁও : জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তব্য রাখেন সাবেক এমপি জাহিদুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।

ঝিনাইদহ : ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা মহাদুর্নীতিবাজদের দিয়ে বিরোধী মত দমন চলছে। দেশনেত্রীকে মুক্ত করতে না পারলে আমাদের পায়ে পরাধীনতার ডান্ডাবেড়ি উঠবে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

গাইবান্ধা : গাইবান্ধায় বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জ : গতকাল ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, আমিরুল ইসলাম খান আলিম, সাইফুল ইসলাম শিশিরসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন।

নেত্রকোনা : নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

মাগুরা : জেলা বিএনপির আহ্বায়ক মো. আলী আহম্মদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বক্তব্য রাখেন অ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন খানসহ জেলার নেতারা।

রাজবাড়ী : রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টাম লীর সদস্য ড. সুকোমল বড়ুয়া। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে জেলার নেতারা এতে বক্তব্য রাখেন।

পঞ্চগড় : বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু। জেলা বিএনপির সদস্যসচিব জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক নেতা ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি অ্যাডভোকেট রিনা পারভীন প্রমুখ।

সর্বশেষ খবর