বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দলের ভিতরেই চাপে বাইডেন

প্রতিদিন ডেস্ক

দলের ভিতরেই চাপে বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বৃহস্পতিবারের বিতর্কে ধরাশায়ী হওয়ায় দলের মধ্যে প্রবল চাপের মুখে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে তার ওপর চাপও ক্রমে বাড়ছে। রয়টার্স। এদিকে নির্বাচনের মাস চারেক আগে এসে দাতাদের অনেকেই বাইডেনকে সরে যেতে বলছেন। ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত কংগ্রেস সদস্যদের অনেকেই সংশয় প্রকাশ করে প্রকাশ্যেই বলছেন, আগামী নভেম্বরের নির্বাচনে বাইডেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের ডেমোক্র্যাটিক পার্টির এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ অবস্থায় কয়েক দিনের মধ্যে তার দলের ২৫ জন কংগ্রেস সদস্য প্রতিদ্বন্দ্বিতা থেকে সওে যেতে বাইডেনের প্রতি আহ্বান জানানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন।

সর্বশেষ খবর