বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কোটা অনেকটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো

নিজস্ব প্রতিবেদক

কোটা অনেকটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো

কোটা ব্যবস্থার মাধ্যমে স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্য-বৈষম্যমুক্ত ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠন ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। গতকাল জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বিরোধীদলীয় নেতার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ সময় তিনি শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি ও হরিজনদের উচ্ছেদের আগে তাদের বাসস্থান নিশ্চিত করার দাবি জানান। জি এম কাদের বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরি লাভে বিশেষ বড় অঙ্কের কোটা অনেকটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো হয়ে গেছে। এতে স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্য-বৈষম্যমুক্ত ন্যায়বিচারভিক্তিক সমাজ গঠন ধ্বংস করা হচ্ছে। দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বয়ে আনে না। ইতিহাস সাক্ষ্য দেয়, এদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম-আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। স্বাধীনতা যুদ্ধে আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ-সুবিধার ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে।

সর্বশেষ খবর