বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নিম্নমান ও ভেজাল ওষুধের ঝুঁঁকি

নিজস্ব প্রতিবেদক

নিম্নমান ও ভেজাল ওষুধের ঝুঁঁকি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ওষুধের নিরাপত্তা, কার্যকারিতা এবং গুণগত মান নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। ওষুধের মান নিয়ন্ত্রণ প্রচেষ্টায় কিছু সাধারণ চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে নিম্নমানের ওষুধ, নকল ওষুধ ব্যবহারের ঝুঁকি, ওষুধ প্রতিরোধী জীবাণু বৃদ্ধি উল্লেখযোগ্য। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্যসেবায় নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানোসহ সেবার মানোন্নয়ন প্রয়োজন। গতকাল রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘সাউথ-ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কে’র সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন। দক্ষিণ-পূর্ব এশিয়া রেগুলেটরি নেটওয়ার্ক (এসইএআরএন)- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর জাতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রগুলোর এ সমাবেশ আমাদের অভিজ্ঞতা বিনিময় ও ওষুধের অপব্যবহার নিয়ন্ত্রণকে শক্তিশালী করার একটি সুযোগ করে দিয়েছে।

সর্বশেষ খবর