শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভোটে হেরে দায়িত্ব ছাড়লেন ঋষি সুনাক

প্রতিদিন ডেস্ক

ভোটে হেরে দায়িত্ব ছাড়লেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পর সস্ত্রীক বাকিংহাম প্যালেস ছেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র রাজা গ্রহণ করেন। এ বিষয়ে বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, ‘ঋষি সুনাক শুক্রবার সকালে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা প্রথম লর্ড গ্রহণ করেছেন।’ সূত্র : রয়টার্স, বিবিসি।

পদত্যাগপত্র জমা দিয়ে ঋষি সুনাক সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথমেই বলতে চাই, আমি সরি। আমি আমার সবটুকু দিয়ে কাজ করেছি, কিন্তু আপনারা একটি পরিষ্কার বার্তা দিয়েছেন, যুক্তরাজ্যের সরকার অবশ্যই পরিবর্তন হওয়া জরুরি। আমি আপনাদের রাগ ও বিরক্তি শুনেছি এবং আমি আজকের পরাজয়ের জন্য দায় নিজের কাঁধে তুলে নিচ্ছি।’ এ সময় নিজ দলের সব প্রার্থী ও সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেন এই নেতা। খবরে বলা হয়, ব্রিটেনের স্থানীয় সময় গতকাল বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিদায়ী ভাষণ দেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানে তিনি নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে নিজ দল কনজারভেটিভ পার্টির দায়িত্ব থেকেও পদত্যাগের ঘোষণা দেন। পরে তিনি ভাষণ দেন। এরপর স্ত্রী অক্ষতা মূর্তির হাত ধরে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে বাকিংহাম প্যালেসের উদ্দেশে গাড়িতে ওঠেন সুনাক। প্যালেসে গিয়ে রাজা চার্লসের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর