শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দাবা বোর্ডেই মৃত্যু গ্র্যান্ডমাস্টার জিয়ার

ক্রীড়া প্রতিবেদক

দাবা বোর্ডেই মৃত্যু গ্র্যান্ডমাস্টার জিয়ার

খেলতে খেলতেই দাবার বোর্ডে মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার (জিএম) জিয়াউর রহমান। নিয়াজ মোর্শেদের পর তিনি দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালীন গতকাল বিকাল ৫টা ৫২ মিনিটে মারা যান জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। চ্যাম্পিয়নশিপের দ্বাদশ রাউন্ডে তিনি খেলছিলেন দেশের আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজিবের বিপক্ষে। জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যতম সেরা দাবাড়ুর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন। বেলা ৩টায় শুরু হয় দুই জিএমের লড়াই। বিকাল ৫টা ৫২ মিনিটে হঠাৎ অসুস্থ বোধ করে দাবার বোর্ডে ঢলে পড়েন। সেখান থেকে ১০ মিনিটের মধ্যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত চিকিৎসা দেন। প্রথম ১৫ মিনিট তার কোনো পালস ছিল না। পরে অবশ্য চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান জিয়া। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চিকিৎসকরা আনুষ্ঠানিক মৃত্যুর কথা জানান। জিয়া জন্ম গ্রহণ করেন ১৯৭৪ সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর