শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পিস্তলের তথ্য যাচাই করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা, রংপুর জেলা জাপার আহ্বায়ক মো. আলাউদ্দিন মিয়ার বাড়ি থেকে জব্দ করা পিস্তলের তথ্য যাচাই করা হচ্ছে। গত ২ জুন রাতে তার নগরীর বাবুখা এলাকার বাসভবনে অভিযান চালিয়ে পিস্তলটি জব্ধ করে পুলিশ। পিস্তলটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ এবং কাগজপত্রে ত্রুটি  থাকায় সেটি যাচাই করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে ওই পিস্তল দেখিয়ে গভর্নিং বডির সভাপতি না করলে সমাজকল্যাণ বিদ্যাবীথি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মফিজার রহমান মিজুকে গুলিতে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। তবে অধ্যক্ষ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। তিনি রহস্যজনক কারণে নীরবতা পালন করছেন।  

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ বলেন, আলাউদ্দিন মিয়ার বাড়ি থেকে তার পিস্তলটি থানায় নিয়ে আসা হয়েছে। লাইসেন্স থাকলেও  কাগজপত্রে কিছু অসংগতি রয়েছে। সেগুলো যাচাই করা হচ্ছে। যাচাই শেষে পিস্তলটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া যে অধ্যক্ষকে তিনি হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেননি।  অভিযোগ পেলে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, গত মাসের মাঝামাঝি সময়ে রংপুর-৩ আসনের সংসদ সদস্য জাপা চেয়ারম্যান জি এম কাদের একটি চাহিদাপত্র (ডিও লেটার) নেন আলাউদ্দিন মিয়া। সেটি নিয়ে গত ২৪ জুন দুপুরে সমাজকল্যাণ বিদ্যাবীথি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মফিজার রহমান মিজুর কক্ষে যান। এ সময় তিনি বলেন, দলের  চেয়ারম্যানের ডিও লেটার নিয়ে এসেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাকে কলেজের গভর্নিং বডির সভাপতি করতে হবে। সেইসঙ্গে অধ্যক্ষকে গুলি করে হত্যার হুমকি দেন। অধ্যক্ষের কক্ষে থাকা সিটি টিভিতে এসব দৃশ্য ধরা পড়ে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সিসিটিভি ক্যামেরার ওই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে আলোচনা- সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ ২ জুন রাতে আলাউদ্দিন মিয়ার বাড়িতে গিয়ে পিস্তলের কাগজে অসঙ্গতি থাকায় সেটি জব্ধ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আলাউদ্দিন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। যার পরিপ্রেক্ষিতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর