সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চাকরিতে কোটা সংবিধান পরিপন্থি

নিজস্ব প্রতিবেদক

চাকরিতে কোটা সংবিধান পরিপন্থি

কোটা পদ্ধতি বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের উত্তরাধিকারদের কোটা পদ্ধতিতে সুযোগ দেওয়া সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোটা পদ্ধতির মাধ্যমে কারও অধিকার বঞ্চিত করা অন্যায়। যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যে বঞ্চিত হবে তার মা-বাবাও বঞ্চিত হলেন। তাদের উত্তরাধিকারও বঞ্চিত হবেন এ পদ্ধতিতে। গতকাল দলটির বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। জিএম কাদের বলেন, মুক্তিযোদ্ধাদের এককালীন সুবিধা দেওয়া যেতে পারে, কিন্তু তা অন্য কাউকে বঞ্চিত করে বা বৈষম্যের শিকার করে নয়। যেখানে একজন চাকরি পাওয়ার জন্য উপযুক্ত, তাকে বঞ্চিত করে অন্য কাউকে দেওয়াটা স্বাধীনতা যুদ্ধের চেতনার পরিপন্থি। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে কোটা পদ্ধতি চালু রাখা উচিত নয়।

সর্বশেষ খবর