বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কোটার দাবিতে সমাবেশ মুক্তিযোদ্ধা ও সন্তানদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ম্ুিক্তযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযুদ্ধ মঞ্চ ও শহীদ সন্তান-৭১-এর ব্যানারে এ সমাবেশ করা হয়।

সমাবেশে মুক্তিযোদ্ধা ও সন্তানরা হাই কোর্ট ২০১৮ সালের পরিপত্র বাতিল করায় ধন্যবাদ জানান। একই সঙ্গে যতদিন কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করবে ততদিন তাদের আন্দোলনও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। যারা অবমাননা করছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ২০১৮ সালের যে অবৈধ পরিপত্র এরই মধ্যে হাই কোর্ট বাতিল করেছে, সেটা বাতিল করে নতুন পরিপত্র জারি করতে হবে। নতুন পরিপত্রে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।’ মুক্তিযুদ্ধ মঞ্চ অন্য অংশের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধা ও তাঁর সন্তানরা কয়েক বছর ছাড়া কোনো সুযোগসুবিধা পাননি। এখন হাই কোর্ট যে পরিপত্র বাতিল করেছেন, সেটার জন্য মহামান্য হাই কোর্টকে ধন্যবাদ জানাই। এখন নতুনভাবে রিট হয়েছে। দাবি উঠেছে সংস্কারের। আমাদের দাবি হলো, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে যা ইচ্ছা সংস্কার করা হোক, তাতে আমাদের আপত্তি নেই।’

সর্বশেষ খবর