বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বেনজীরের বাড়িতে মিলল চায়ের কাপ খাট আর টিভি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে থাকা দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটিতে দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে জব্দ করা হয় চায়ের কাপ, টিভি, ফ্রিজ, ডাইনিং টেবিলসহ তিনটি খাট। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলম, জেলা দুদকের উপপরিচালক মাইনুল হাসান রওশানী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারসহ সংশ্লিষ্টরা তল্লাশিতে অংশ নেন। বিকালে প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তা মাইনুল হাসান রওশানী বলেন, ‘আমরা আদালতের নির্দেশ পালন করেছি মাত্র। এখানে ভিতরে থাকা মালামালের তালিকা করতে সময় লেগেছে; যা আদালতের কাছে আমরা জমা দেব। এখানে সাংসারিক কাজে ব্যবহৃত আসবাব ও তৈজস ছাড়া কিছু পাইনি।’ এর আগে শনিবার দুদকের মামলায় হাই কোর্টের আদেশে বাড়িটি জব্দ করেন তাঁরা। উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশের নানা স্থানে অবৈধ স্থাপনা গড়েছেন। বাদ যায়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ চোরাবো মোড়ের ডুপ্লেক্স বাড়িও। আনন্দ হাউজিং নামীয় পুলিশ কর্মকর্তাদের গড়া আবাসন কোম্পানিতে ২৪ কাঠা জমিতে তার মেয়ে মীর্জা ফারহীন রিশতা বিনতে বেনজীরের নামে গড়ে তুলেছেন আলিশান বাড়ি।

সর্বশেষ খবর