শিরোনাম
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কোটাসংশ্লিষ্ট সব বিষয়ের সমন্বয় গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

কোটাসংশ্লিষ্ট সব বিষয়ের সমন্বয় গুরুত্বপূর্ণ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সবার অধিকার এবং অন্তর্ভুক্তি কেন্দ্রবিন্দুতে রেখে মেধাভিত্তিক জাতীয় সংস্কৃতির বিকাশ হতে হবে। এ ক্ষেত্রে কোটাসংশ্লিষ্ট সব বিষয়ের যথার্থ সমন্বয় ও সামঞ্জস্য বিধান করা গুরুত্বপূর্ণ। গতকাল এক বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান একথা জানান।

শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ হওয়ায় সাধুবাদ জানিয়েছে কমিশন। একইসঙ্গে কোটা বিষয়ক সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শিক্ষার্থীদের আন্তরিক আহ্বান জানিয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার প্রয়াসে সব পক্ষকে আন্তরিক, সুবিবেচনাপ্রসূত এবং কল্যাণমূলক অবস্থান গ্রহণের জন্য আন্দোলনকারী ছাত্রদের প্রতি আহ্বান জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর