শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সতর্ক অবস্থানে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

সতর্ক অবস্থানে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ নেতা-কর্মীরা -বাংলাদেশ প্রতিদিন

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দিনভর সতর্ক অবস্থানে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মধুর ক্যান্টিন, আবাসিক হলসমূহ এবং শাহবাগের আশপাশের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিলেন তারা। ছাত্রলীগ সূত্রে জানা যায়, আন্দোলনের নামে কেউ যেন বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য তাদের এই সতর্ক প্রহরা। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখা সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অন্যদের নেতৃত্বে ছাত্রলীগের এ কার্যক্রম পরিচালিত হয়।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা তাদের আন্দোলনকে স্বাগত জানিয়েছি। তবে আন্দোলনের নামে অবরোধ কার্যক্রম কোনোভাবেই দাবির সুষ্ঠু সমাধান নিয়ে আসতে পারে না। জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে কেউ নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করলে ছাত্রলীগ তা মেনে নেবে না। জনগণের নিরাপত্তার স্বার্থে আমাদের সতর্ক অবস্থান জারি থাকবে। সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশবিরোধী অপশক্তি কোনো নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালালে বাংলাদেশ ছাত্রলীগ তা রুখে দিতে বদ্ধপরিকর। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর