শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ব্যারিকেড ভাঙার সাহস নিয়ে মাঠে নামতে হবে

নিজস্ব প্রতিবেদক

ব্যারিকেড ভাঙার সাহস নিয়ে মাঠে নামতে হবে

কোটা সংস্কার আন্দোলনের মতো পুলিশের ব্যারিকেড ভাঙার সাহস নিয়ে সরকার হটাও কর্মসূচিতে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, একমঞ্চে না হলেও এক দিনে সবাইকে একই কর্মসূচি নিয়ে মাঠে নামলে এ সরকারের পতন ঘটবে। গতকাল দুপুরে ‘৩১ দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় তিনি আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সহসভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বৃহস্পতিবার শিক্ষার্থীরা যেভাবে ব্যারিকেড ভেঙে আন্দোলন করেছে, সেই সাহস নিয়ে আমাদেরও একইভাবে মাঠে নামতে হবে। ২৮ অক্টোবর আবার আসবে, লাঠিচার্জ, টিয়ার শেল আসবে, তবে তার জবাব দিতে হবে। একই সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শুধু ঢাকা পানিতে ডুবে নেই, পুরো দেশটাকেই এ সরকার ডুবিয়ে দিয়েছে।

সর্বশেষ খবর