শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার চিকিৎসা চলছে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (সিসিইউ) সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে অস্ত্রোপচার-পরবর্তী সৃষ্ট জটিলতার বিষয়ে তাঁর চিকিৎসা চলছে। গতকালও রক্তসহ বেশ কয়েকটি পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিনই বৈঠক করছে। বৈঠকে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার রিপোর্ট নিয়ে আলোচনা-পর্যালোচনা শেষে ওষুধপত্র দিচ্ছে। বিএনপিপ্রধানের সর্বশেষ অবস্থা সম্পর্কে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষাগুলো করা হচ্ছে। এসব টেস্টের রিপোর্ট পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন, লিভার সিরোসিসের কারণে সম্প্রতি বেগম খালেদা জিয়ার শরীরে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। সেগুলো স্থিতিশীল পর্যায়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এ নিয়ে প্রতিদিনই একাধিকবার বৈঠকে বসে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন বোর্ডের সদস্যরা। গতকালও তাঁরা বৈঠক করেছেন। দুই দিন আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যরা ভার্চুয়াল বৈঠক করেছেন। এর আগে ৮ জুলাই ভোরবেলায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে এ হাসপাতালেই তাঁর অস্ত্রোপচার হয়।

সর্বশেষ খবর