রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শিক্ষকরা আজও পালন করবেন কর্মবিরতি

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শিক্ষক নেতাদের

নিজস্ব ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে আজও কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। সমস্যা সমাধানে গতকাল আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু এর পরেও আজ চলমান থাকছে শিক্ষকদের কর্মসূচি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের সঙ্গে কথা বলে, শিক্ষক সমিতির সঙ্গে কথা বলে, সভা করে আমরা সিদ্ধান্ত নেব।

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমে’ শিক্ষকরা যাচ্ছেন না, বৈঠকে এটা নিশ্চিত করা হয়েছে। আমরা বলেছিলাম যে চলতি বছরের জুলাই থেকে ‘প্রত্যয় স্কিমে’ আমরা যোগ দিব না। সড়ক পরিবহনও সেতুমন্ত্রী বলেছেন যে, এটি ভুলবশত এসেছে। সবাই আগামী বছর থেকে একসঙ্গে পেনশন স্কিমে আসবে। বাকি বিষয়গুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হবে। আমাদের তিন দাবি নিয়ে আলোচনা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সঙ্গে কথা বলব।’

গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শিক্ষকদের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘২০২৫ সালের ১ জুলাই শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে। ইতিপূর্বে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালের যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্তি হবে ১ জুলাই, ২০২৫। এটা তাদেরকে পরিষ্কারভাবে বলেছি। শিক্ষকদের সুপার গ্রেড দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের মর্যাদা ও লিখিত দাবিনামা সরকারের উচ্চপর্যায়ে প্রধানমন্ত্রীর সমীপে উত্থাপন করব। পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ-আলোচনা করে নিব। আশা করি সমাধান আসবে।’ শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শিক্ষকরা বলেছেন, ফেডারশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।’

বৈঠকে শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামূল হক ভূইয়া, সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা, সমিতির নেতা অধ্যাপক আ জ ম শফিউল আলম ভূইয়া, অধ্যাপক ড. আবদুর রহিম, বাংলাদেশ প্রকৌশল শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সূত্রে জানা গেছে, ‘তিন দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলন মুলতবি করার কোনো সিদ্ধান্ত হয়নি বরং পূর্বনির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। আজ ফেডারেশনের জরুরি সভায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর