শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আন্দোলন থামানো উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোটাবিরোধীদের এখন আন্দোলন থামানো উচিত। আমি মনে করি তাদের অপেক্ষা করা উচিত। তারা যেন তাদের কথা উচ্চতর আদালতে বলে। তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে।

গতকাল বিকালে ময়মনসিংহের পুলিশ লাইন্সে ‘মুক্তিযুদ্ধ পুলিশ’ ময়মনসিংহ জেলা গ্রন্থের মোড়ক উন্মোচন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপর বিচার বিভাগ থেকে বার্তা আসছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছে ছাত্ররা। তাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত করেছে।  রাস্তাঘাট বন্ধে জনগণের দুর্ভোগ বাড়বে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর সব জায়গাতেই কোটা রয়েছে। আমাদের দেশেও আছে। তাই কোটা আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ না করে তারা কোর্টে এসে কথা বলুক। রাস্তাঘাট বন্ধ করলে লাভ কি হবে আমি জানি না। দুর্ভোগ বাড়বে জনগণের। আমি মনে করি আপনারা প্রধান বিচারপতির পরামর্শে আদালতে এসে আপনাদের কথা বলুন। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ সুপার মাহমুদা আফরোজ লাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ পুলিশ লাইন্সে এসে জেলা পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরসহ ১১ প্রকল্প উদ্বোধন করেন।

সর্বশেষ খবর