শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পাল্টা ডোর টু ডোর ক্যাম্পেইনে ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পাল্টা ডোর টু ডোর ক্যাম্পেইনে ছাত্রলীগ

সরকারি চাকরির সব গ্রেডে ‘কোটা’ সংস্কার করে সংসদে আইন পাস করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনে না আসার জন্য ডোর টু ডোর ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

গতকাল বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কোটা ইস্যুতে ‘পলিসি অ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর ক্যাম্পেইন’ চালু করে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান বলেন, যারা জনদুর্ভোগ তৈরি করছে, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে দিচ্ছে না আমরা তাদের সাবধান করে দিতে চাই। তারা মূলত ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কোটা আন্দোলনের নাম করে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাঁ-হাত ঢুকানোর ফলাফল ভালো হবে না। সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক ইস্যুতে আন্দোলন করেছে, শান্তিপূর্ণ উপায় বেছে নিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। কিন্তু ‘প্রফেশনাল আন্দোলনকারীরা’ ঘোলা পানিতে মাছ শিকারের জন্য রাজপথে রয়েছে। আজকে তারা নৈরাজ্য সৃষ্টি করছে, ব্লকেড ব্লকেড খেলা খেলছে। সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণায় পড়ছে। আমরা তাদের সাবধান করে দিতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ কোনো ধরনের নৈরাজ্য মেনে নেবে না।

সর্বশেষ খবর