শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে ছাড় দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে ছাড় দিতে হবে

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের জন্যই আজ আমরা স্বাধীনতা ভোগ করছি। তাদের আমাদের সঠিকভাবে শ্রদ্ধা করতে হবে। আমরা যদি তা না পারি তাহলে বাংলাদেশকে অপমান করা হবে। সুতরাং যে আইনি কাঠামোই তৈরি করা হোক না কেন, বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে ছাড় দিতে হবে। আমাদের এটা সব সময় মনে রাখতে হবে।

গতকাল দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় রক্ষণাবেক্ষণ নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি কোটাবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, আইনের পথ ধরেই সব সমস্যার সমাধান করতে হবে। যারা কোটাবিরোধী আন্দোলনে নেমেছেন তাদের কোনো বক্তব্য থাকলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বলতে হবে। তিনি শিক্ষার্থীদের রাস্তায় না থেকে ক্লাসে ফিরে যেতে এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার অনুরোধ জানান।

সর্বশেষ খবর