শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনে আমি থাকছি, আমিই জিতছি : বাইডেন

প্রতিদিন ডেস্ক

নির্বাচনে আমি থাকছি, আমিই জিতছি : বাইডেন

নিজের বয়স বিবেচনায় যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ উড়িয়ে দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ‘নির্বাচনে আমি থাকছি এবং আমিই জিতব।’ স্থনীয় সময় শুক্রবার ডেট্রয়েটে এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এএফপি

৩৬ মিনিটের ভাষণে বাইডেন আবারও বলেন, ‘আমি নির্বাচনে লড়ছি এবং আমরা জিততে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ সমর্থক ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন। আপনারা আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ নয়। সংবাদপত্র নয়, বিশেষজ্ঞরা নয়, অভ্যন্তরীণ অন্য কেউ নয়, দাতারাও নয়। আপনারা ভোটাররা। আপনারাই ঠিক করেছেন, আর কেউ নয়; আমিই।’ ভাষণে বাইডেন নতুন করে ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকটি বিষয়ে আক্রমণ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, ‘ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন।’ প্রথমবারের মতো বাইডেন তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতার প্রথম ১০০ দিনের অগ্রাধিকারগুলো কী হবে তা তুলে ধরেন। এর মধ্যে শিশু-কর হ্রাসকে স্থায়ী করা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ন্যূনতম মজুরি বাড়ানো এবং অস্ত্র নিষিদ্ধকরণ আইনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর