শিরোনাম
সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দেশে গণতন্ত্রহীনতার সংকট

নিজস্ব প্রতিবেদক

দেশে গণতন্ত্রহীনতার সংকট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার বোঝা যায় যে, দেশে সংকট রয়েছে। আর বিদ্যমান সংকট হলো- গণতন্ত্রহীনতার সংকট। তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে। ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। এক দফা আন্দোলনের বাস্তবায়ন ছাড়া দেশের সংকটের সমাধান হবে না। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২-দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যারা দুর্নীতি ও আর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিচ্ছে সরকার তাদেরকে নিরাপদে দেশ থেকে বের করে দিচ্ছে। আর আদালতের দোহাই দিয়ে খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

সর্বশেষ খবর