মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা
মেজর (অব.) আখতারুজ্জামান

রাজাকারের জন্য নয় এই দেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা বিক্ষোভ মিছিলে স্লোগান দেয়, ‘আমি কে? তুমি কে? রাজাকার, রাজাকার।’ এটা দুর্ভাগ্যজনক, জাতির জন্য কলঙ্কজনক। অভিমান থাকতে পারে কিন্তু এর অর্থ এই নয় লাখো শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, রাজাকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে এই প্রজন্ম গর্ব করে বলবে ‘আমি রাজাকার, আমি রাজাকার।’ এটা কীসের আলামত। আপনি কী পারবেন নিজেকে ‘রাজাকার’ স্বীকার করে বাংলাদেশের মাটিতে টিকে থাকতে। এই দেশ রাজাকারের জন্য নয়। যদি কেউ রাজাকার ঘোষণা দেয় তাহলে তাকে যে কোনো মূল্যে নির্মূল করতে হবে। প্রতিহত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আখতারুজ্জামান বলেন, কোটা আন্দোলন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। একপক্ষে মুক্তিযোদ্ধারা বলছে কোটা রাখতে হবে। তারা কোটা সংরক্ষণে অধিকার রাখে। ২০১৮ সালে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের ওই সময় সরকার কোটা বাতিল করেছে। তাতে মুক্তিযোদ্ধা, নারী ও অনগ্রসর এলাকার অনেকে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। পরে মুক্তিযোদ্ধারা কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। সবশেষ জুন মাসে তাদের পক্ষে রায় দেন হাই কোর্ট। রায়ে আদালত বলেছিলেন, কোটা সংস্কার করতে পার, বাড়াতে ও কমাতেও পার। অর্থাৎ হাই কোর্টের আদেশ হলো, কোটা থাকতে হবে। এটা আসলে যৌক্তিক। যে কোনো জাতিতে সবাই এক অবস্থানে থাকে না। ছোট বড় থাকবেই। রাষ্ট্রকে এখানে সমন্বয় করতে হবে। তিনি বলেন, মনে করবেন না কোটাধারীরা মেধাবী না। তারাও বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দেয়। পরে সেখানে কোটাধারীদের অগ্রাধিকার দেওয়া হয়। কাজেই আমি বলব, কোটা সংস্কারের পক্ষে আসেন। সবাই সেটা মেনে নেবে। প্রকৃতপক্ষে আমি কোটার পক্ষে। আমি এও মনে করি মুক্তিযোদ্ধাদের কোটা থাকতে হবে। একই সঙ্গে নারী, উপজাতিসহ অনগ্রসর মানুষের কোটা থাকতে হবে। কোটা সংস্কার করেন। মেধাবীদের ৫০-৬০% কোটা থাকলে সমস্যা নেই। বিএনপির সাবেক এই নেতা বলেন, গ্রাম ও শহরের শিক্ষার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে শিক্ষার বৈষম্য ফুটে উঠেছে। মেধাবীরা আন্দোলন করতে পারেন। কিন্তু অন্যের কোটা নিয়ে কেন আন্দোলন করবেন। অন্যের অধিকার বন্ধে আন্দোলনের অধিকার কে দিয়েছে? সংবিধানের কথা বলছেন। সংবিধানে পরিষ্কার লেখা রয়েছে, অনগ্রসর ও সুবিধা বঞ্চিতদের এক কাতারে আনতে হবে। সে জন্য কোটা ব্যবস্থা রাখা হয়েছে। আন্দোলনকারী ছাত্রদের কাছে আমার আহ্বান থাকবে, আন্দোলন করেন। কিন্তু অন্যের অধিকার বন্ধে আন্দোলন করবেন না। মানুষের পথ বন্ধ করে আন্দোলন করার অধিকার রাষ্ট্র আপনাদের দেয় নাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর