মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ক্ষমতা হারানোর ভয়ে হিংস্র হামলা

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতা হারানোর ভয়ে হিংস্র হামলা

কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবশ্যই এ ধরনের ‘পৈশাচিক কর্মকাণ্ডে’ জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে। পাশাপাশি তিনি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা এবং গভীর সমবেদনা জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুরুষোচিত এবং ন্যক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়েই এ হিংস্র হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী দেখল, তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়।’ মির্জা ফখরুল বলেন, পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করেছে। কোটা সংস্কারের ন্যায্য দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে, সে জন্যই আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ডামি আওয়ামী সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে। কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ২০১৮ সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন।

সর্বশেষ খবর