শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা
প্র্রধান বিচারপতি

আধুনিকায়ন হচ্ছে বিচার বিভাগ

প্রতিদিন ডেস্ক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার বিভাগের ডিজিটালাইজেশন, বিচার সেবাপ্রাপ্তি সহজীকরণ তথা বিচার বিভাগের আধুনিকায়নের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি বিচার বিভাগীয় পরিকল্পনা প্রণয়নে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সূত্র : বাসস।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে গতকাল ‘বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি’ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা দেয়। এ সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের সাবেক বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতা, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা ও বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সদস্যরা। প্রধান বিচারপতি উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার সেবার মানোন্নয়নে যে কোনো পরামর্শ লিখিত আকারে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির মাধ্যমে তাকে দিলে তা তিনি বিবেচনায় নেবেন, যা দীর্ঘমেয়াদি-জুডিশিয়ান প্লান প্রস্তুতে সহায়ক হবে।

সর্বশেষ খবর