বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলল ছাত্রদল শিবির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলল ছাত্রদল শিবির

বন্দরনগরী চট্টগ্রামে ছয় তলা ভবনের ছাদ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষের একপর্যায়ে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সংঘর্ষ নগরীর বহদ্দারহাট থেকে জিইসি মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় নগরীর মুরাদপুর এলাকায় অবস্থান নেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। উভয় পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা কয়েকটি ভিডিও চিত্রে দেখা যায়, হামলা থেকে বাঁচতে মুরাদপুরের একটি ভবনে দেয়াল থেকে শুরু করে কার্নিশ ও জানালা ধরে ঝুলে আছেন কয়েকজন। আর ওই ভবনের ছাদ থেকে কয়েকজন ছেলে গ্রিলে ঝুলে থাকাদের ওপর ইট-পাথর ছুড়ছে। এ সময় পাঁচ তলার গ্রিলে ঝুলে থাকা তিনজন হাত ফঁসকে একদম নিজে পড়ে যায়। আরেকটি ভিডিও চিত্রে দেখা গেছে, ওই ভবনের নিচে মাটির ওপর তিনজন পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, তারা আহত হয়ে সেখানে পড়ে আছেন। আরেকটি ভিডিও চিত্র দেখা গেছে, বাড়িটির দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকা একজন ছেলেকে লাঠিসোঁটা হাতে কয়েকজন ছেলে হামলা করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটে মুরাদপুর মোড়ে গিয়ে বেলাল কমপ্লেক্সের একটি বাণিজ্যিক ভবনে আশ্রয় নেন। একপর্যায়ে কোটা আন্দোলনকারীরা ভবনের ভিতরে প্রবেশ করে এবং বাইরে থেকে ঘিরে ছাত্রলীগ নেতা-কর্মীদের মারধর শুরু করেন। এরপর ওই ভবনের ছাদ উঠে আন্দোলনকারীরা ভবনের দেয়াল ও জানালার গ্রিল ধরে ঝুলে থাকাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। যারা গ্রিল ধরে ঝুলে আছে তারা যেন পড়ে যায় সেজন্য ওপর থেকে ইট-পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এ সময় কয়েকজন মাটিতে পড়ে গিয়ে আহতও হয়েছেন। যারা মাটিতে পড়েছিল তাদের প্রতেক্যকেই ছাত্রলীগের কর্মী। এর মধ্যে মেহেদী ও জালালের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম বেসরকারি হাসপাতালের আইসিআউতে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর