বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বন্ধ হয়নি শিক্ষক আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘প্রত্যয়’ পেনশন স্কিম বাতিল দাবিতে গতকাল ১৬ দিনের মতো টানা কর্মবিরতি করেছেন শিক্ষকরা। প্রতিদিনই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক সমিতির ব্যানারে বিশ্ববিদ্যালয়গুলোয় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে এ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অবস্থান কর্মসূচিতে বক্তব্যে শিক্ষক নেতারা বলেন, বিতর্কিত পেনশন স্কিম বাতিল না করা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। শিক্ষকরা বলেন, বিতর্কিত পেনশন স্কিম চাপিয়ে দেওয়া আমলারা এ সরকারকে ক্ষমতায় আনেনি, ক্ষমতায় এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। অতীতেও বর্তমান সরকারের পাশে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। কিন্তু এখন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। একই কর্মসূচিতে শিক্ষকরা বক্তব্যে বলেন, কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গতকাল যে তাণ্ডব হয়েছে তার নিন্দা জানাই আমরা। এসব মেনে নেওয়া যায় না। তাণ্ডবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ১ জুলাই থেকে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস এমনকি শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের কার্যক্রমও চলছে না। মিডটার্ম, ফাইনাল, মৌখিক ও ভর্তি পরীক্ষাসহ কোনো পরীক্ষাই অনুষ্ঠিত হচ্ছে না।

সর্বশেষ খবর