শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হতাহতের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটাসংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় ছয়জন নিহত হওয়া এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এ কমিশনের দায়িত্ব প্রদান করা হয়েছে। সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাে র ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। কমিশন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর