শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আলোচনায় সমাধান মিলবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আলোচনায় সমাধান মিলবে

কোটা সংস্কারের দাবি যৌক্তিক বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে বলে আমি মনে করি। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা আলোচনা শুরু করলে একটা সমাধান বেরিয়ে আসবে। গতকাল কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী ব্রিফ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন সাবেক এই উপাচার্য।

আরেফিন সিদ্দিক বলেন, আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। ১৯৭২ সাল থেকেই এদেশে কোটার প্রচলন রয়েছে। পৃথিবীর বহু দেশে কোটা ব্যবস্থা আছে। তবে ওইসব দেশে কোটাপদ্ধতির সংস্কারও হয়েছে। বাংলাদেশেও কোটা পদ্ধতির একটা যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, সরকারি চাকরিতে এদেশে ৫৬ শতাংশ কোটার ব্যবস্থা রয়েছে। এটা পুনর্মূল্যায়ন জরুরি। কোটার একটা যৌক্তিক হার নির্ধারণ করতে হবে এবং পাঁচ বছর পর পর সেটি মূল্যায়ন করতে হবে। তবেই বৈষম্য দূর হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মেধাবীদের সঠিক মূল্যায়ন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর