শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চলমান সংঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলন অরাজনৈতিক, ছাত্ররা সহিংসতা সমর্থন করে না : সমন্বয়ক সারজিস আলম
সরকারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি, নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত : সমন্বয়ক নাহিদ ইসলাম

 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান সংঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন এর সমন্বয়করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাস, নাশকতাসহ কোনো ধরনের সহিংস কার্যক্রম সমর্থনযোগ্য নয়। কোনো ধরনের সহিংসতার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সম্পর্ক নেই। তিনি বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলন অরাজনৈতিক। ছাত্ররা কারও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হবে না। তবে আন্দোলনে দল-মত নির্বিশেষে যে কেউ সমর্থন জানাতে ও অংশ নিতে পারে। আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম বাংলাদেশ  প্রতিদিনকে বলেন,       চলমান আন্দোলনে নিহতদের লাশের ওপর দিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসার সুযোগ নেই। সারা দেশে পুলিশি হামলায় উদ্ভূত নৈরাজ্যকর পরিস্থিতির দায়ভার সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। সরকার যে ২০ পার্সেন্ট কোটা রাখার কথা বলছে, সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মেনে নেবে না। এ হার ৫ পার্সেন্টে নামিয়ে আনতে হবে। তিনি আরও জানান, রাতে অন্যান্য সমন্বয়কের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

সর্বশেষ খবর