শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

এবার সাংবাদিক নিহত সিলেটে

মেহেদীর দাফন আজ শাকিলের বাড়িতে মাতম

নিজস্ব প্রতিবেদক

এবার সাংবাদিক নিহত সিলেটে

নিহত সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী-সন্তানের আর্তনাদ -বাংলাদেশ প্রতিদিন

কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরও এক সাংবাদিকের প্রাণ গেছে। গতকাল জুমার নামাজের পর সিলেটের কোর্ট পয়েন্টে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিতে তার মৃত্যু হয়। নিহত এ টি এম তুরাগ (৩০) দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে হাসান মেহেদী ও মো. শাকিল হোসেন নামে দুই সাংবাদিক নিহত হন। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহে গিয়ে প্রাণ হারানো হাসান মেহেদী ঢাকা টাইমসে কর্মরত ছিলেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন নিউজ২৪ এর রিপোর্টার ছিলেন। গতকাল ঢাকা টাইমস অফিসে প্রথম জানাজার পর মেহেদীর মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের হোসনাবাদ গ্রামের উদ্দেশে রওনা হন স্বজনরা। রাত ৯টার দিকে মেহেদীর ভাই আশিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভাইয়ার লাশ নিয়ে বাড়িতে যাচ্ছি। আজ (শনিবার) সকাল ৮টায় হোসনাবাদ খেয়াঘাট মসজিদে জানাজা শেষে দাফন করা হবে। কথা বলতে কষ্ট হচ্ছে। বারবার ভাইয়ার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। অবুঝ বয়সে ভাইয়ার বাচ্চা দুইটা এতিম হয়ে গেল।’ প্রসঙ্গত, হাসান মেহেদীর সাড়ে পাঁচ বছর এবং সাত মাসের দুটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ছাড়া আন্দোলনের সংবাদ সংগ্রহকালে রাজধানীতে অন্তত অর্ধশতাধিক সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের গাড়ি। আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই পক্ষেরই হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ ছাড়া গত তিন দিনে দেশের বিভিন্ন জেলায় সংবাদ সংগ্রহকালে অনেক সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র ফটো সাংবাদিক রোহেত রাজীব, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র ফটো করেসপন্ডেট জি এম মুজিবুর, একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিন, আজকের পত্রিকার কনটেন্ট ক্রিয়েটর আহমেদ শাবিব আবদুল্লাহ, একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিন ও ক্যামেরাপারসন সৈয়দ রাশেদুল হাসান, ডিবিসি চ্যানেলের সাংবাদিক যুথি ফারহানা, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ভাষ্কর ভাদুড়ী, মুকতাদির রশিদ রোমি, কালবেলার আকরাম হোসাইন ও জনি রায়হান, সময় টিভির ক্যামেরাপারসন নিজামউদ্দিন, বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মামুন আবদুল্লাহ, নিজস্ব প্রতিবেদক শুভ খান এবং জ্যেষ্ঠ ফটোসাংবাদিক লিটন খান, রাইজিংবিডি ডটকমের স্টাফ রিপোর্টার (মাল্টিমিডিয়া) সুকান্ত বিশ্বাস প্রমুখ।

সর্বশেষ খবর