রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা
আসাদুজ্জামান খান

হামলা লুটপাটকারীদের চিহ্নিত করা হবে

নিজস্ব প্রতিবেদক

হামলা লুটপাটকারীদের চিহ্নিত করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হামলা লুটপাটকারী প্রত্যেককে   চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব অপশক্তিকে কন্ট্রোলে নিয়ে আসবে। গতকাল রাতে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে কারফিউ জারির পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পুলিশের আইজিপি, বিজিবির ডিজি, ডিএমপি কমিশনারকে নিয়ে আমি বৈঠক করেছি। সেখানে সারা দেশে ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসে। সেটা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয় এবং কারফিউ জারি করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। প্রধানমন্ত্রী সেই অনুসারেই কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্যই কারফিউ দেওয়া হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। সেনাবাহিনীকে গুলি করার ক্ষমতা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর