রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামকে সিসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

এদিকে শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়া মারা গেছেন গুজব ওঠে। এর আগে ৮ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। পরে ভোররাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২১ জুন রাত ৩টার দিকে খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়লে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ জুন হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ২ জুলাই খালেদা জিয়া গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন। এক সপ্তাহের মাথায় হৃদযন্ত্রের সমস্যার কারণে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাঁকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর লিভারে অস্ত্রোপচার করেন। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হার্ট, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সর্বশেষ খবর