রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শিক্ষার্থীরা কোটার যে পরিমাণের কথা বলেছেন তা আমরা হাতে নিয়েছি। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এটার একটা যৌক্তিক সমাধান সম্ভব। বাস্তবায়ন কঠিন নয়। শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও কোটা সংস্কারের আন্দোলনে থাকা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আট দফা দাবি জানানো হয়।

আইনমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের দাবি আমরা হাতে নিয়েছি। এই দাবি নিয়ে আমরা আলাপ-আলোচনা করলাম। আমরা মনে করি এই দাবি যৌক্তিক। বৈঠকে সরকারের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অংশ নেন। এদিকে আন্দোলনকারীদের পক্ষে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও সহ-সমন্বয়ক হাসিব।

সর্বশেষ খবর