মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ

নরসিংদী প্রতিনিধি

সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ

সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশবিরোধী চক্র দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। এর অংশ হিসেবে পরিকল্পিতভাবে নরসিংদী কারাগারেও হামলা চালানো হয়েছে। তিনি গতকাল দুপুরে হামলার শিকার নরসিংদী কারাগার পরিদর্শন শেষে এ কথা বলেন। পুলিশের মহাপরির্দশক আরও বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। জেল থেকে লুট হওয়া সব অস্ত্র ও গুলিও উদ্ধার করা হবে। নরসিংদী কারাগারে হামলা প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গিদের মুক্ত করতে এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই এ হামলা চালানো হয়। তিনি উল্লেখ করেন, একসময় এ দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। একসময় বাংলা ভাই, শায়ক আবদুর রহমানকে উসকে দিয়ে প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ করা হয়েছিল। তারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশের উন্নয়ন কর্মকা- থামিয়ে দিতে চায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিল। দেশকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদমুক্ত করা হয়েছিল। তিনি বলেন, আগামীতেও যারা এ ধরনের কর্মকা- চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এ দেশের মানুষ রুখে দাঁড়াবে।

এ সময় পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হারুনুর রশিদ, অতিরিক্ত আইজিপি (স্পোশাল ব্রাঞ্চ) মনিরুল ইসলাম, পুলিশের ঢাকা বিভাগীয় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার, নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে গতকাল সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, অতিরিক্ত সচিব আবদুল মেনন, আলী রেজা সিদ্দিক।

সর্বশেষ খবর