মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য খালাসের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে খালাস করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক নীতি বিভাগ। ইন্টারনেট চালু না হওয়া পর্যন্ত এই পদ্ধতিতে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাস করতে পারবেন।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বাংলাদেশ প্রতিদিনকে এ খবর          নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনবিআরের শুল্ক নীতি উইং থেকে দেশের সব বন্দরে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ন্যাশনাল ডাটা সেন্টার বন্ধ হয়ে গেছে। এতে সারা দেশে ইন্টারনেট সরবরাহ বন্ধ হওয়ার ফলে অটোমেটেড পদ্ধতিতে পণ্য খালাস করতে পারছেন আমদানিকারকরা। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য খালাস করার প্রয়োজনীয় ব্যবস্থা করতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ করেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।

 

 

 

সর্বশেষ খবর