বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা
নেপালে বিমান বিধ্বস্ত

পাইলট ছাড়া ১৮ যাত্রীই নিহত

প্রতিদিন ডেস্ক

পাইলট ছাড়া ১৮ যাত্রীই নিহত

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল উড্ডয়নের সময় সৌর্য এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

এতে এর ১৯ আরোহীর মধ্যে ১৮ জনই নিহত হয়েছেন, প্রাণে রক্ষা পেয়েছেন পাইলট। সূত্র : রয়টার্স। কাঠমান্ডুর পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তাপ্রধান অর্জুন চাঁদ ঠাকুরি বলেন, উড়োজাহাজটিতে দুজন ক্রু ও ১৭ জন টেকনিশিয়ান ছিলেন। রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত কাজের জন্য তাদের নেপালের পোখারা শহরে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। রানওয়ের পুবদিকের একটি মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। জানা গেছে, বিধ্বস্ত উড়োজাহাজটির মালিক স্থানীয় সংস্থা সৌর্য এয়ারলাইনস। সৌর্য এয়ারলাইনস নেপালে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। উল্লেখ্য, উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য নেপালের ব্যাপক সমালোচনা আগে থেকেই আছে। ১৯৯২ সালে নেপালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৬৭ জন নিহত হয়েছিল। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটিতে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭২ জন নিহত হয়।

সর্বশেষ খবর