শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পর্দা উঠছে অলিম্পিকের

ক্রীড়া প্রতিবেদক

পর্দা উঠছে অলিম্পিকের

পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের। ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ রাতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়াযজ্ঞ। ২০৬টি দেশের সাড়ে ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে। ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে লড়াই করবেন তারা। ফুটবল, রাগবি, হ্যান্ডবল ও আর্চারির লড়াই শুরু হয়েছে আগেই। আজকের পর পুরোদমে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান মানেই দৃষ্টিনন্দন এক স্টেডিয়াম। সেখানে হাজারও শিল্পীর নানা প্রদর্শনী। বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো লেজার শো আর আতশবাজি। যার যার দেশের পতাকা হাতে মার্চপাস্ট করে দলগুলোর স্টেডিয়ামে প্রবেশের দৃশ্য। শত বছরের অলিম্পিক ইতিহাসের ধারণাটা এমনই ছিল। তবে ফ্রান্স ধারণাটা বদলে দিচ্ছে। আজ উদ্বোধনী অনুষ্ঠান হবে ৬ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত স্থানে। শ্যেন নদীতে। অস্টারলিটজ ব্রিজ থেকে শুরু হয়ে অনুষ্ঠান শেষ হবে ট্রোকাডেরোতে। প্রায় ১০ হাজার ক্রীড়াবিদ ১০০টি বোটে চড়ে ঘুরে বেড়াবেন শ্যেন নদীতে। তারা দেখবেন বিখ্যাত নটর ডেম ক্যাথেড্রাল এবং পন্ট নিওফ। এ সময় দেখা যাবে শৈল্পিক প্রদর্শনীও। এখনো খুব বেশি কিছু জানতে দেওয়া হয়নি উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে। চমক দেখানোর অপেক্ষায় আছে ফ্রান্স। তবে বিভিন্ন ইউরোপিয়ান মিডিয়া বলছে, এ অনুষ্ঠানে পারফর্ম করবেন বিখ্যাত কানাডিয়ান সংগীত শিল্পী সেলিন ডিওন। তার সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে লেডি গাগা এবং ফরাসি সংগীত শিল্পী আয়া নাকামুরারও।

ফরাসি থিয়েটার পরিচালক থমাস জলি এবারের অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানের শিল্প নির্দেশনায় থাকছেন। তিনি বিবিসিকে বলেন, ‘আমি বৈচিত্র্যময় ফ্রান্সকে সবার সামনে তুলে ধরতে চাই।’ পাশাপাশি ফ্রান্সের সংস্কৃতি, ইতিহাস এবং বিশ্বে ফ্রান্সের অবদানের বিষয়গুলোও তুলে ধরবেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে। শ্যেন নদীর তীরে দাঁড়িয়ে হাজার হাজার দর্শক মোহনীয় উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। পাশাপাশি টিভি সেটের সামনে থেকে এ অনুষ্ঠান দেখবেন কোটি কোটি ক্রীড়ামোদি। প্রায় চার ঘণ্টা ধরে চলবে এ অনুষ্ঠান। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় অলিম্পিকের মশালও প্রজ্জ্বালন করা হবে। মার্চপাস্টে বরাবরের মতোই সবার আগে থাকবে গ্রিস। এরপরই থাকবে অলিম্পিকের রিফিউজি টিম। সবার শেষে থাকবে স্বাগতিক দেশ ফ্রান্সের অ্যাথলেটরা। এবারের অলিম্পিক মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন আর্চার সাগর ইসলাম।

সর্বশেষ খবর