শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পার্থ রিমান্ডে এ্যানী আটক

নিজস্ব প্রতিবেদক

পার্থ রিমান্ডে এ্যানী আটক

রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। গতকাল পার্থকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে পার্থর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ব্যারিস্টার পার্থ ছাড়াও গতকাল রাজধানীর সাত থানার বিভিন্ন মামলায় গ্রেফতার ১৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার বিভিন্ন মামলায় গতকাল ঢাকায় বিএনপি-জামায়াতের আরও ২৫১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য তারিকুল ইসলাম তেনজিংসহ দলটির পাঁচ কেন্দ্রীয় নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে এ্যানীকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, সৈয়দ জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের সাদ মোর্শেদ হোসেন পাপ্পা শিকদার, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে মুক্তি দাবি করেছেন।  কোর্ট প্রতিবেদক জানান, ১৯ জুলাইয়ের পর থেকে গত ২৪ জুলাই পর্যন্ত ছয় দিনে অন্তত ১৪২৯ জনকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ফলে এ নিয়ে কারাগারে যাওয়া মোট আসামির সংখ্যা দাঁড়াল অন্তত ১৬৮০ জনে। এর মধ্যে অনেকেই বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করেন। গ্রেফতার হয়ে কারাগারে ও রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

সর্বশেষ খবর