শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আন্তর্জাতিক মানদন্ডের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরকারি দমনপীড়নের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সরকারকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদন্ডের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। ভলকার টুর্ক বলেন, জনগণের মনে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। যেসব কারণে সহিংসতা সৃষ্টি হয়েছে, তা বন্ধে আলাপ-আলোচনার সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। সরকারের প্রতি আমার আহ্বান, প্রতিবাদ নিয়ন্ত্রণ এবং শক্তি প্রয়োগের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তর্জাতিক মানবাধিকারের নীতিমালা ও মানদন্ড অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, চাকরিতে কোটা বিষয়ে সরকারের নীতির বিরুদ্ধে ছাত্র প্রতিবাদ ও যুব আন্দোলনে ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি। যাদের অনেকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিরোধীদলীয় নেতাসহ কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক আইনের আলোকে বাংলাদেশে ইন্টারনেট চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে টুর্ক বলেন, ইন্টারনেট বন্ধ থাকার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের কর্মকান্ড পরিচালনা করছে, সেই সম্পর্কে জনগণ জানতে পারছে না। এ কারণে তাদের কৃতকর্মের দায়মুক্তির আশঙ্কা বাড়ছে। ভলকার টুর্ক আরও বলেন, সরকারকে অবশ্যই নিহত-আহত ও আটক ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং যারা প্রতিবাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রতি কোনোরকম প্রতিশোধমূলক ব্যবস্থা যেন না নেওয়া হয়, তার নিশ্চয়তা প্রদানের আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

সর্বশেষ খবর