রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা
আসাদুজ্জামান খান

ছাত্ররা আর নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত নন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছাত্ররা আর নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত নন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা মনে করেছিলাম ছাত্ররা তাৎক্ষণিকভাবে আদালতের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন বন্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবেন। কিন্তু দুঃখের সঙ্গে দেখলাম, তারা এ কাজটি করেননি। কারণ তারা নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত নন- এটি প্রমাণিত হয়েছে। তারা এখন জামায়াত-বিএনপি ও জঙ্গিদের ক্রীড়নক। আন্দোলনকারীদের প্রধান আক্রোশই ছিল পুলিশ ও আওয়ামী লীগের প্রতি। কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পর গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আইজিপি আবদুল্লাহ আল মামুন, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, র‌্যাব-১১ সিও তানভীর মাহমুদ পাশা ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায়, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে আট দাবি দিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন- যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। মন্ত্রী কোটা নিয়ে আদালতের রায় প্রসঙ্গে বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের ইতোমধ্যে ৩০ বছর পার হয়ে গেছে। তাই মুক্তিযোদ্ধার কোটা আর তাদের মধ্যে থাকবে না। অলরেডি এটিও মেধার তালিকায় চলে গেছে। কাজেই মেধা এখন ৯৮ শতাংশ (৯৩+৫=৯৮)। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সংঘাতে একদল আক্রমণ করেছে। একদল গুজব ছড়িয়েছে। এ রকম  সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে। যা জামায়াত-বিএনপি এবং জঙ্গিদের রয়েছে। আমরা এর প্রমাণও পাচ্ছি। পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবিলা করেছে। শিশুদের সংঘাতে নামিয়ে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। যার কারণে আমাদের পুলিশকে সময় নিতে হয়েছে। তিনি গুজবের বিরুদ্ধে সত্যি ঘটনাটা দেশবাসীর কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক সাধারণ মানুষ ও ছাত্রলীগের অনেকে শাহাদাতবরণ করেছেন। তিনজন পুলিশ ও একজন আনসার শাহাদাতবরণ করেছেন। একজন পুলিশ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হয়। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে মেরে ঝুলিয়ে রাখা হয়।

সর্বশেষ খবর