মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই কোটা সংস্কার আন্দোলনে সর্বাত্মক সমর্থন জানিয়ে বলেন, সেনাবাহিনীকে দ্রুতই ব্যারাকে ফিরিয়ে নিন। হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ করুন। তিনি বলেন, সংকট সমাধানের একমাত্র উপায় সরকার পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। অন্যথায় সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্র গণজাগরণ এবং তা দমনে সরকারের বর্বরতম নৃশংসতায় সৃষ্ট পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। আমরাও এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছি। চরমোনাই পীর বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি দেওয়া হয়েছে, তা পরিষ্কার। ছাত্রদের দাবির সঙ্গে আমরা একমত ছিলাম এবং আছি। যতক্ষণ পর্যন্ত এই অন্যায় জুলুমের বিচার না হবে, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, রাজনৈতিক দলীয় ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল, আছে। ছাত্র আন্দোলনেও আমাদের একাত্মতা রয়েছে। বিএনপির সঙ্গে সহযোগী হয়ে আন্দোলন করা হবে কি না এমন এক প্রশ্নে দলটির আমির বলেন, বিএনপি একটি প্ল্যাটফরম, তারা তাদের মতো করে আন্দোলন করছে। আমরা আমাদের মতো করে আন্দোলন করছি। ভবিষ্যতে যদি একসঙ্গে আন্দোলনের পরিস্থিতি আসে, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

 

সর্বশেষ খবর