বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থীদের গণগ্রেপ্তার বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের গণগ্রেপ্তার বন্ধ করুন

গণগ্রেপ্তারের নামে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ভীতি ছড়িয়ে শিক্ষার্থীদের কখনোই দমিয়ে রাখা যায় না। গণগ্রেপ্তারের নামে শিক্ষার্থীদের হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে। গতকাল পল্টনে দলের কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের দ্রুততম সময়ের মধ্যে মুক্তির দাবি জানিয়েছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশে শত শত লাশ পড়েছে। অসংখ্য মায়ের কোল খালি হয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেভাবে গ্রেপ্তদারের হিড়িক শুরু করেছে, সেটিকে গণগ্রেপ্তার এবং নির্বিচারে আটক ও রিমান্ডের নামে নির্যাতন হিসেবে উল্লেখ করে তা বন্ধের দাবি জানান পীর চরমোনাই। ছাত্র আন্দোলনের সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাওলানা আবদুল আউয়াল, আশরাফুল আলম, মাওলানা শেক ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

সর্বশেষ খবর