শিরোনাম
শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সোশ্যাল মিডিয়া বিপদের কারবার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মিডিয়া বিপদের কারবার

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগমাধ্যম) এখন এক বিপদের কারবার! স্বামী-স্ত্রীর বিষয়গুলোও এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে! এ নিয়ে কিছু বললেই আবার রাইট টু ফ্রিডম (স্বাধীনতার অধিকার) নিয়ে প্রশ্ন ওঠে।’ বিএনপিপন্থি ছয়জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগের শুনানিতে গতকাল এ মন্তব্য করেন তিনি। এ দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে আদালত অবমাননার ওই মামলার শুনানি হয়।

গতকাল আদালতে ছয় আইনজীবীর পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। পরে আদালত ২২ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন। সেদিন ছয় আইনজীবীকে আদালতে হাজির থাকতে বলেছেন সর্বোচ্চ আদালত।

সর্বশেষ খবর