শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

গণহত্যার জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করুন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম,  নৃশংস গণহত্যা চালিয়ে সরকার ধিকৃত, ঘৃণিত হলেও জাতিসংঘসহ দেশ-বিদেশের কারও কথায়ই কর্ণপাত করছে না। দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী-প্রাণঘাতী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজ (গতকাল) এক শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিল কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের হামলায় হবিগঞ্জে একজন নিহত হয়েছে। ঢাকার উত্তরা, সিলেট, হবিগঞ্জ, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীসহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডাররা বাধা, হামলা, গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ করেছে। দেশব্যাপী রেকর্ড সংখ্যক মিথ্যা মামলা, বিরোধী দলের নেতা-কর্মীসহ নিরীহ মানুষকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সর্বশেষ খবর